ফ্রি সিরিয়ান আর্মির সামরিক প্রধান বহিষ্কার
দ্য রিপোর্ট ডেস্ক : পশ্চিমা সহায়তাপ্রাপ্ত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির সামরিক প্রধান সেলিম ইদ্রিসকে বহিষ্কার করেছে সংগঠনটির সামরিক পরিষদ। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানে ‘অকার্যকর’ ও ‘অনভিজ্ঞ’ আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করা হয়। খবর : আলজাজিরার।
ইন্টারনেটে রবিবার প্রচারিত এক ভিডিওতে বিদ্রোহীদের এই জোটটি ঘোষণা করে, সামরিক পরিষদ ইদ্রিসকে বহিষ্কার করে তার স্থানে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল বছিরকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
কর্নেল কাশেম সা’দ উদ্দিন বলেন, গত ১ মাস ধরে দলটির সামরিক নেতৃত্বের মধ্যে অচলাবস্থার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১২ সালের ডিসেম্বরে ইদ্রিস ফ্রি সিরিয়ান আর্মির সামরিক প্রধান হিসেবে নিয়োগ পান। এরপর তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ব্যর্থতার অভিযোগ ওঠে।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)