দ্য রিপোর্ট প্রতিবেদক : সহজ ম্যাচে কঠিন বানিয়ে হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। এক কথায় বলা চলে ভুলের মাসুল দিতে হয়েছে স্বাগতিকদের। একটি নয় দুটি নয় ৫টি ক্যাচ ছেড়েছে মুশফিকরা। ম্যাচের প্রথম দিকের দৃশ্য আর শেষ দিকে দৃশ্যের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। অনেকে ধরেই নিয়েছিল ম্যাচ হয়ত বাংলাদেশের পক্ষে থাকবে। কিন্তু আশায় গুড়ে বালি। শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুস বলেছেন জয়টা কঠিন ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দলগত সাফল্যে এ জয় এসেছে। ব্যাটিংয়ের চেয়ে বোলিং বেশি ভালো করেছি। আমাদের আক্রমনাত্মক ক্ষমতা অনেক ভালো।’

দ্রুত উইকেট পড়ে যাওয়ায় হতাশ ছিলেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেছেন, ‘হতাশ তো ছিলাম। ৭৬ রানে ৮ উইকেট চলে যাওয়া। সেখান থেকে ১৮০ ঘরে যাওয়া কঠিন ছিল। সে ক্ষেত্রে আমি বলব পেরেরা খুব ভালো ব্যাটিং করেছে।’ ম্যাথুস আরও বলেছেন, ‘আমাদের মনে হচ্ছিল দেড়শ করতে পারব। পেরেরা ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর করতে পেরেছি। আর বাংলাদেশ যখন দুই উইকেটে ১০০ পার হয়েছে তখন মনে হচ্ছিল জয়টা খুব কঠিন হবে। কিন্তু আমাদের দলগত পারফরমেন্সে আমরা জিততে পেরেছি।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)