নওগাঁ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তিনি বলেন, স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক থাকতে কর্মকর্তাদের বিশেষভাবে নজর রাখার জন্য বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুজিবুর রহমান, ৪৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সালাহ উদ্দিন খালেদ প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনার নওগাঁ সদর উপজেলা সার্ভার স্টেশনের উদ্বোধন করেন।

(দ্য রিপোর্ট/কেআর/এমডি/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)