কক্সবাজার প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশের ২০ রাষ্ট্রদূতকে নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিশেষ ভ্রমণে এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের দূতাবাস প্রধানরা কক্সবাজার আসার পর থেকে পুরো শহর ও আশপাশের এলাকাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার বেলা ১২টার দিকে বিমানে করে তারা কক্সবাজার পৌঁছেন।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ২০ রাষ্ট্রদূত কক্সবাজার এসেছেন মূলত এখানকার দর্শনীয় স্থানগুলো দেখার জন্য।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর কলাতলীর একটি তারকা মানের হোটেলে অবস্থান করছেন। ওখান থেকে বিকেলে যান ইনানী সমুদ্র সৈকতে। ইনানী সৈকতে তারা বীচ ভলিবল খেলে ও ঘুড়ি উড়িয়ে আনন্দ করেন।

রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন- পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, নেদারল্যান্ড, তুরস্ক, রাশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ ২০ দেশের মিশন প্রধান।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা কক্সবাজার অবস্থান করবেন। এর মধ্যে মঙ্গলবার সকালে রামু বৌদ্ধ বিহার পরিদর্শন, বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসীদের মঠ পরিদর্শন, দুপুরে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র, বিকেলে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। তারা সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন একটি রিসোর্টে বিশেষ পার্টিতে অংশ নেবেন।

বুধবার সকালে বিমানে করে তারা কক্সবাজার ত্যাগ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

(দ্য রিপোর্ট/এসএম/এমডি/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)