দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ৩৫ জেলার ৭৪ উপজেলার তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ তফসিল ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনের সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ৩১ মার্চ, সোমবার এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

ইতোমধ্যে ইসি এ সব উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতিও গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিকেলে এ তফসিল ঘোষণা করা হবে বলে সূত্র জানায়।

পঞ্চম ধাপে যে ৭৪ উপজেলায় তফসিল ঘোষণা হবে সেগুলো হল- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।

পাবনা জেলার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, ময়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা।

ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খাগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।

(দ্য রিপোর্ট/এমএস/এমডি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)