সিলেটে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ দত্তরাইল গ্রামে সোমবার রাত সাড়ে ১১টায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। মুজিবুর রহমানের নির্বাচনকর্মী শেখ এমরান আহমদ তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান উপজেলা সদর থেকে রাতে দত্তরাইল গ্রামে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমজে/এমডি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)