দিনাজপুর সংবাদদাতা : নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামী বুধবার। প্রথম ধাপে দিনাজপুর জেলার কাহারোল-খানসামা এই দু’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কাহারোল ও খানসামা উপজেলার ৬৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন জানান, কাহারোল উপজেলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ৩৬টি এবং খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এমডি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)