ভারী তুষারপাতে দক্ষিণ কোরিয়ায় ভবন ধসে নিহত ৯
দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি রিসোর্টে ভবন ধসে কমপক্ষে ৯ জন নিহত ও ১৭ জন গুরুতর হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিভেনজুতে ঘটা এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এখনও ১০ জন। নিহতদের মধ্যে ৭ জনই শিক্ষার্থী বলে জানা গেছে।
ভারী তুষারপাতের ফলে একটি অডিটোরিয়ামের অংশবিশেষ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তারা জানিয়েছে, কমপক্ষে ৮০ জন মানুষ আহত হয়েছেন।
বুশান শহরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান চলাকালে ভবনটির একটি অংশ ধসে পড়ে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে এ ঘটনার জন্য ভবনটির ছাদে ভারী তুষার জমার কারণকে দায়ী করছেন। তুষারপাতের জন্য উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)