রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি এবিএম মহিউদ্দিনের
চট্টগ্রাম অফিস : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারে সামরিক জান্তা যেভাবে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে তা খুবই ন্যক্কারজনক। অবিলম্বে রোহিঙ্গা মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।
মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
এদিকে বার্মায় মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে জুম্মার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সংগঠন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
(দ্য রিপোর্ট/এস/এপি/নভেম্বর ২৫, ২০১৬)