রাজশাহী সফরে ড্যান মজিনা
রাজশাহী অফিস : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দুইদিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন। সফরকালে তিনি আমেরিকান কর্নার উদ্বোধন, বরেন্দ্র গবেষণা জাদুঘরের অভ্যন্তরীণ সংস্কারকাজের সমাপ্তি ঘোষণা এবং সুশীলসমাজ, সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের হেড অব প্রেস মেরিনা ইয়াসমিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার মজিনা বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন এবং ৭৫ লাখ টাকা ব্যয়ে জাদুঘরের অভ্যন্তরীণ সংস্কারকাজের সমাপ্তি ঘোষণা করবেন। রাষ্ট্রদূতের তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ সংস্কারকাজের অর্থায়ন করে। জাদুঘরটির বাহ্যিক সংস্কার ও সুরক্ষার জন্য রাষ্ট্রদূত এদিন আরও ৬৭ লাখ টাকা প্রদান করবেন।
এ ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান, সারদা পুলিশ একাডেমির সদস্যবৃন্দ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিনিময় কর্মসূচির অ্যালামনাইদের সঙ্গে এবং মানবপাচারবিরোধী কার্যক্রমে নিয়োজিত এনজিওগুলোর প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/ইইউ/একে/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)