আশাশুনিতে আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন
সাতক্ষীরা প্রতিনিধি : জেলার আশাশুনি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবিএম মোস্তাকিমের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, কে বা কারা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)