বাগেরহাটের কচুয়ায় মুখোমুখি আ’লীগের দুই সভাপতি
আরিফ সাওন, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী এবং আওয়ামী লীগের দুইজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের দুইজনই উপজেলা (একাংশের) সভাপতি। একজনের দাবি তিনি তৃণমূল সমর্থিত প্রার্থী, আরেকজনের দাবি তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
এর আগে কেন্দ্রীয় নেতারা বাগেরহাটে এসে সদর ও ফকিরহাট উপজেলার দলীয় প্রার্থীকে সমর্থন দেন। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে ঐক্য না থাকায় কচুয়া উপজেলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারেনি আওয়ামী লীগ।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন নিজেকে তৃণমূল সমর্থিত প্রার্থী বলে দাবি করছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী জাহিদ সরদার প্রচার চালাচ্ছেন।
চেয়ারম্যান পদে তিন প্রার্থী ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা বিএনপি সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, উপজেলা বিএনপি সহ-সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাহামুদুল হাসান।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী শাহিদা আকতার ও আওয়ামী লীগ সমর্থিত নাজমা সরোয়ার।
কেন্দ্র সমর্থিত প্রার্থী এসএম মাহফুজুর রহমান বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাকে সমর্থন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছেন। আমিই জয়ী হব, এ ব্যাপারে সন্দেহ নেই।’
আওয়ামী লীগের অপর প্রার্থী হাজরা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি কোনোকিছুকে ভয় পাই না। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছেন। তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ আমার সঙ্গে রয়েছেন, ততক্ষণ আমি মাঠে থাকব।’
বিএনপি সমর্থিত প্রার্থী সরদার জাহিদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার মো. হাবিবুল হক খান দ্য রিপোর্টকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।’
(দ্য রিপোর্ট/এএস/একে/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)