দ্য রিপোর্ট ডেস্ক : বাংলা বর্ষপঞ্জিকায় আরও একটি ঋতুর পরিবর্তন ঘটছে। বিদায় নিচ্ছে শরতকাল। আসছে শীত। শরতের এই বিদায় বেলায় প্রকৃতি সাজতে শুরু করেছে শীতের রূপে। সর্বত্র শীতের আগামনী বার্তা। শীতের হালকা হিমেল বাতাস বইতে শুরু করেছে। সেই বাতাসে ডানা মেলেছে অতিথি পাখিরা। মনের সুখে উড়ছে তারা। এরই মধ্যে খাল, বিল ও লেকগুলো মুখরিত হয়ে উঠেছে তাদের কলকাকলীতে। সকালের ঘাসেও মিলছে শীতের আগামনী বার্তা। সারারাত হালকা কুয়াশায় সিক্ত হচ্ছে গাছের পাতা, মাঠের ঘাস। সকালে সবুজ ঘাসে দেখা মিলছে মুক্তোর মতো শিশিরবিন্দুর। শীতের আগমনে প্রকৃতির এই রূপ পরিবর্তনের কিছু ছবি ক্যামেরাবন্দী করেছেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্টাফ ফটোসাংবাদিক সুমন্ত চক্রবর্তী-

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/এনআই/নভেম্বর ২৬, ২০১৬)