দিরিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনের শুরুতেই রাজধানীর নয়াটোলাতে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নয়াটোলার শহীদ সেলিম স্কুলের সামনে বুধবার ভোর ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয় ছাত্রলীগ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এসময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এতে ইটের আঘাতে উভয়পক্ষের ছয়জন আহত হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ দুই জামায়াত-শিবিরকর্মীকে আটক করে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

(দিরিপোর্ট/কাওসার/কেএন/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)