দ্য রিপোর্ট ডেস্ক : নিজ সীমান্ত রক্ষীদের উদ্ধারে পাকিস্তান ও আফগানিস্তানের ভেতরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্রোহীদের হাতে আটক ওই সদস্যদের উদ্ধারে এ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর এপির।

এক সপ্তাহ আগে জাইশ আল-আদল নামে একটি সংগঠন টুইটারে পাকিস্তানের কাছে একটি এলাকা থেকে ইরানের পাঁচ সীমান্ত রক্ষী আটকের ছবি পোস্ট করে। এরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রহমানী ফজলি রাষ্ট্রীয় টেলিভিশনে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তিনি বলেন, ‘ইরান পাকিস্তানের কাছে এ বিষয়টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অথবা আফগানিস্তান ও পাকিস্তানের ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ইরানকে অনুমতি দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অন্যথায় আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলে ঢুকতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘সন্ত্রাসী দলগুলোর ওপর পাকিস্তান সরকার ব্যবস্থা নিতে দেরি করলে ইরান তার জন্য অপেক্ষা করবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছিলেন, তারা পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে ইতোমধ্যে তিনটি বৈঠক করেছেন এবং সোমবার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

একইসঙ্গে তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল বলেও উল্লেখ করেন।

(দ্য রিপোর্ট/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)