দ্য রিপোর্ট প্রতিবেদক : সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ বিষয়বস্তু জানানোর জন্য তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির করতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

সাগর-রুনি হত্যা মামলায় গ্রেফতার আসামি বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান অরুণের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এ তিন আসামিকে ২০১২ সালের ১০ অক্টোবর এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে ২০১২ সালের ৩ সেপ্টেম্বর তাদের বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলায় গ্রেফতার করা হয়। তারপর থেকে তারা কারাগারে আছেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম মাসউদ হোসেন দোলন। তাকে সহযোগিতা করেন খলিফা শামসুন্নাহার।

আদালতে আইনজীবী বলেন, মামলা করার দুই বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত চার্জশিট দাখিল করেনি এবং কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সুতরাং তাদের জামিন দেওয়া হোক।

শুনানি শেষে এ মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে আদালত তদন্তকারী কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

গত ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান। এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ডিবির কাছ থেকে তদন্তের জন্য র‌্যাবের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ গৃহে খুন হন সাগর-রুনি দম্পতি।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)