দ্য রিপোর্ট প্রতিবেদক : দখলকৃত হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

আবাসন সঙ্কট দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা ছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় চলতে পারে না। প্রভাবশালীরা যুগ যুগ ধরে হলগুলো দখল করে রাখছেন, যা দুঃখজনক। হলের জন্য সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

উল্লেখ্য, গত বুধবার থেকে হলের দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)