দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিন হত্যাকারীর মৃত্যুদণ্ডাদেশ রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

দেশটির প্রধান বিচারপতি পি সাথাসিভামের নেতৃত্বে এ আদেশ দেয় একটি বেঞ্চ। রাজীব গান্ধী হত্যা মামলার তিন সাজাপ্রাপ্ত আসামি, সানথান, মুরুগান ও পেরারিভালানের প্রাণভিক্ষার আবেদন দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখার জেরে তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সর্বোচ্চ আদালত জানিয়েছে, ১১ বছর ধরে তাদের প্রাণভিক্ষার আবেদন ঝুলিয়ে রাখা হয়েছিল।

এদিকে তাদের আবেদন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করা হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, এই মামলাটি প্রাণভিক্ষার আবেদন দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখার জেরে মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে দেওয়া অন্যান্য মামলার মতো নয়।

সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, আসামির মার্জনা ভিক্ষার আবেদনে রাষ্ট্রপতি দীর্ঘদিন সিদ্ধান্ত না নিলে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাবাসে পরিণত হবে৷

১৯৯১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তামিলনাড়ুর এক জনসভায় বোমা হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সানথান, মুরুগান ও পেরারিভালানের মৃত্যুদণ্ডাদেশের আদেশ দেয় আদালত। (সূত্র : দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া)

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)