দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ে রিপোর্টিংয়ে টানা পঞ্চমবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও ডিআরইউ’র স্থায়ী সদস্য আবু সালেহ রনি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ওয়াল্টন-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে আয়োজিত এই প্রদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন রিপোর্টারের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

২০১২ সাল থেকে শূরু করে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার মুক্তিযুদ্ধবিষয়ক রিপোর্টিংয়ে পুরস্কার পাওয়া প্রসঙ্গে আবু সালেহ রনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করে পুরস্কার বা কাজের স্বীকৃতি পাওয়া সব সময় অনেক আনন্দের।’

আবু সালেহ রনির মতে, মুক্তিযুদ্ধ এমন একটি বিষয় শত বছর কাজ করেও এর শেষ হবে না।

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/জেডটি/নভেম্বর ২৮, ২০১৬)