বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে মানববন্ধন
সাভার সংবাদদাতা : সাভারে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়াসহ সকল কারখানায় মজুরি বোর্ড ঘোষিত নতুন অবকাঠামোতে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাভারের দোসাইদ এলাকার ফাস্ট ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, বন্ধ কারখানা চালুসহ সকল কারখানায় অভিলম্বে মজুরি বোর্ড ঘোষিত নতুন অবকাঠামোতে বেতন প্রদানের দাবি জানান।
মানববন্ধন শেষে রানা প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পার্শ্ব প্রদক্ষিণ শেষে পুনরায় রানা প্লাজার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সৌমিত্র কুমার দাস, সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিকসহ বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)