জাবিতে তৃতীয় দিনে ভর্তি পরীক্ষা
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিট থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হয়। বিকেল ৩টা ১০মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত দুই শিফটে প্রাণিবিদ্যা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার ফার্মেসি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস জানতে পারবে। এ ছাড়াও প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu থেকে জানা যাবে।
(দ্য রিপোর্ট/এএস/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)