আওয়ামী প্রার্থীকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরীকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না অথবা এ আসনে পুনরায় নির্বাচন কেন দেওয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী মনোয়ার হোসেনের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদী স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ, প্রধান নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।
আবেদনকারী মনোয়ার হোসেন বলেন, ‘গাইবান্ধা-৪ আসনে ৫ ও ১৬ জানুয়ারি দুই দফায় ভোটগ্রহণ করা হয়। প্রথম দফায় ৫ জানুয়ারি ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ কেন্দ্র দখল করে সীল মেরে বিজয়ী হন। এরপর ১৬ জানুয়ারি ৭২ কেন্দ্রে ভোটগ্রহণ করা নির্বাচনে আমি বিজয়ী হই।’
বর্তমান এমপি আবুল কালাম আজাদ জোর করে সীল মেরে ৪৪ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি আদালতে গত ১৬ ফেব্রুয়ারি একটি আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।
(দ্য রিপোর্ট/এসএ/এমসি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)