নড়াইল প্রতিনিধি : নড়াইলে ‘খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। শারীরিক অক্ষমতা ও মৃত্যু দুইই ঘটতে পারে। বিশ্বে উচ্চরক্তচাপজণিত কারণে প্রতি বছর ৯০ লাখ মানুষের মৃত্যু হয়। জনস্বাস্থ্যের উন্নয়নে কম লবণ খাওয়া জরুরি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে নড়াইলের সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. ছাদুল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফকির মো. মনিরুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম জাফরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার সাহা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাশেম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ। সভায় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/নভেম্বর ২৯, ২০১৬)