নোয়াখালীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালিয়ে দেশীয় এলজি ও কার্তুজসহ ছাত্রদল নেতা মাসুদুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মাসুদুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মকবুল আহম্মদের ছেলে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুদুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।’
ওসি জানান, মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
(দ্য রিপোর্ট/এইউএম/একে/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)