গাজীপুরে আ’লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর শহরের জোড়পুকুরপাড়ে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ও চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন শহর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ (৫০)।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে যাওয়ার সময় শহরের জোড়পুকুরপাড় এলাকায় পল্লী বিদ্যুত অফিসের সামনে শ্মশান রোডে সন্ত্রাসীরা হাফিজের গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে রক্তাক্ত অবস্থায় দৌড় দেন তিনি। অতঃপর সন্ত্রাসীরা হাফিজকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার সময় স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সূত্র জানায়, গুরুতর আহত হাফিজকে তাৎক্ষনিকভাবে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাফিজুল ইসলামের স্বজন রবিন জানান, গুরুতর আহতাবস্থায় হাফিজকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আলম চাঁদ বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে।
প্রসঙ্গত, সম্প্রতি হাফিজের ছোট ভাই ছাত্রলীগকর্মী সাগরকে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে একটি চাইনিজ রেস্টুরেন্টে অজ্ঞাত সন্ত্রাসীরা পরপর চারটি গুলি করে। সাগর এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ছোট ভাই সাগরকে হত্যা চেষ্টায় কতিপয় ছাত্রলীগ নেতাকে অভিযুক্ত করে হাফিজ গাজীপুর শহরে প্রতিপক্ষের ছবিসহ অসংখ্য পোস্টার লাগায়। একই সঙ্গে ঘটনার জন্য অভিযুক্তদের নাম উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিকট একাধিক কাগজপত্র প্রদান করেন আ’লীগ নেতা হাফিজুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)