দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের তিনতলা ভবন আকস্মিকভাবে মাটিতে দেবে যাওয়ায় কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার সারাদিনের প্রবল বৃষ্টির পর ভবনটি হেলে পড়লে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সন্ধ্যায় প্রকৌশলী ও কলেজ পরিচালনা কমিটির সদস্যরা পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। পরদিন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তাহমিনা আক্তার কলেজ পরিদর্শন শেষে ছুটি ঘোষণা করেন।

১৯৯৪ সালে নির্মিত ৫টি শ্রেণিকক্ষ, একটি শিক্ষক মিলনায়তন ও অনার্সের ২টি বিভাগীয় প্রধানের কার্যালয়সহ তিনতলা ভবনটি কাঁচামাটিয়া নদীর তীর ঘেঁষা। ভবনটির পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে পৌরসভার পানি নিষ্কাশনের গভীর ড্রেন। কিছুদিন আগে ওই ড্রেন ধসে পড়ে।

কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম খান দাবি করেন, ওই ভবনের কোন সমস্যা ছিল না। পৌরসভার ড্রেনের ভিত্তি ভবনের ভিত্তির চেয়ে বেশি গভীর হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রফিকুল ইসলাম জানান, যে কোনো সময় সম্পূর্ণভাবে ধসে যেতে পারে ভবনটি।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)