‘ঠাকুরঘরে কে রে আমি কলা খাই নাই’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল সাহেবরা এখন মায়াকান্না করছেন। ফখরুল সাহেব বলছেন সরকার নাকি যুক্তরাষ্ট্রকে কাছে টানতে চেয়েছে। তার কথা শুনলে মনে হয় `ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই' এর মতো অবস্থা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে অভিযোগ করে হানিফ বলেন, ‘অস্বীকার করে পার পাওয়া যাবে না। জঙ্গিবাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের বিচার আমরা করবই। কোনো জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। স্বাধীন সার্বভৌম এই দেশ জঙ্গিবাদদের অবাধ চারণভূমি হতে দেবেন না বলে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার জঙ্গিবাদের মূল উৎপাটন অথবা শিকড় উপড়ে ফেলা শুরু করেছেন। তা আল কায়েদা হোক, লস্কর-ই-তৈয়বা হোক আর হরকাতুল জিহাদই হোক, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। আমরা এই দেশে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচার করবই।’
আল কায়েদার কথিত ভিডিও বার্তা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভিডিও বার্তাটির সত্যতার যাচাইবাছাই চলছে। তবে বাংলাদেশে যে আল কায়েদার নেটওয়ার্ক ছিল না তা নিশ্চত করে বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে বৈঠক করেছে। তারা হরকাতুল জিহাদকে প্রশ্রয় দিয়েছে। তারা ক্ষমতায় থাকাকালীন আল কায়েদা নেতা তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন। এর মাধ্যমে প্রমাণ হয় জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যোগসাজশ ছিল।’
এর আগে আয়োজক সংগঠনের পক্ষ থেকে মানবদরদী মহান ব্যক্তি হিসেবে বেশ কয়েকজনকে বদরুল আলম স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।
ভাষাসৈনিক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান, ডা. মনিলাল আইচ লিটু প্রমুখ।
(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)