‘প্যাক-ম্যান’, ‘স্পেস ইনভেডারস’ এবং ‘ওয়ার্ড উইথ ফ্রেন্ডস’সহ ফেসবুকের মেসেঞ্জারে যুক্ত হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় গেমস। প্রাথমিকভাবে এই গেমগুলো প্রায় ৩০টি দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। গেমগুলো খুবই দ্রুত লোড হতে সক্ষম এবং এজন্য ব্যবহারকারীদের কোনো বাড়তি অ্যাপলিকেশন ডাউনলোডের প্রয়োজন নেই। এজন্য এসব গেমকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট গেমস।

ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের স্মার্টফোনে আপডেটেড মেসেঞ্জারে নতুন একটি গেম কন্ট্রোলার আইকন দেখতে পাবেন। মেসেঞ্জারের নির্দিষ্ট চ্যাট বক্সে খেলা শুরু করে একটি স্কোর তৈরি করার পর ব্যবহারকারীর বন্ধু তৈরি করা স্কোরটি ভাঙতে চেষ্টা করবেন।

(দ্য রিপোর্ট/আফ/এম/ডিসেম্বর ১, ২০১৬)