দ্য রিপোর্ট প্রতিবেদক : মঞ্চে আসছে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কান্ট্রিস গুড’। অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে এই নাটকটি লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির নির্দেশনা দিচ্ছেন হুমায়ুন কবির হিমু।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, ইউসুফ খসরু, শহীদুজ্জামান সেলিম, সুভাশিষ ভৌমিক, শতদল বড়ূয়া বিলু, মিলু চৌধুরী, রোজী সিদ্দিকী, এহসানুর রহমান, মাহমুদুর রহমান শুভ, তাহমিদা মাহমুদ নার্গিস্‌, সেতু ফাল্গুনী, বদরুজ্জামান বাদল, ফারজানা চুমকি, সাইদ রিংকু, তারিকুল ইসলাম লিটন, মোস্তফা রতন, সাজ্জাদূর সাজ, শরীফ হাসান চৌধুরী সউদ, শাহাজাদা সম্রাট চৌধুরী, অনিক ইসলাম, রহিম সুমন প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এম/ডিসেম্বর ১, ২০১৬)