৪০ বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি
দ্য রিপোর্ট প্রতিবেদক : আজ বুধবার ৪০ বছর পূর্ণ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঐতিহ্যবাহী জীবনঘনিষ্ঠ মৃত্তিকালগ্ন সংস্কৃতির বিকাশ সাধনের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জল ৪০ বছর পালন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেম ৬৪ জেলায় বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচির ধারাবাহিকতায় ১৯ ও ২০ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৬ টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বছরব্যাপী বর্ণিল কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক ড. মুস্তাফা নূরউল ইসলাম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস (এনডিসি), সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী কাইয়ুম চৌধুরী ও নাট্যজন রামেন্দু মজুমদার।
এ ছাড়া দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতে আয়োজন করা হবে বর্ণিল অনুষ্ঠানমালা।
আলোচনা শেষে অনুষ্ঠানের ২য় পর্বে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, দেশাত্মবোধক গান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এ ছাড়াও থাকবে আতশবাজি ও ফানুস ওড়ানো।
(দ্য রিপোর্ট/আইএফ/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)