কুষ্টিয়ায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালটবাক্সসহ ভোটগ্রহণের সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
প্রথম দফায় জেলার ৬ উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় বুধবার ভোটগ্রহণ হবে।
কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৭টি, উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৫শ’ ৯৪ জন। ভেড়ামারা উপজেলায় মোট ৪৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ১শ’ ৩২ জন।
কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ ও ভেড়ামারা উপজেলার সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।
(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)