চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে শমসের আলী নামে এক যুবককে গুলি করে হত্যার দায়ে আদালত ১৯ বছর পর মো. ইউনুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে (১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত রায় ঘোষণাকালে অপরা ৩ আসামিকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন। তারা হলেন- ইকবাল প্রকাশ ইব্রাহিম, নুসরত উল্লাহ ও গোলাম মোর্শেদ খান।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৩ নভেম্বর মহানগরীর নতুন চাক্তাই এলাকার চেয়ারম্যান ঘাটার একটি রিকশার গ্যারেজে শমসের আলীকে (২৩) গুলি করে হত্যা করে তার ৪ বন্ধু। নিহত শমসের আলী বাকলিয়ার মিয়াখান নগর এলাকার দেওয়ান আলীর ছেলে। পূর্ব বিরোধের জের ধরে শমশেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে তার বাবা বাদি হয়ে ঐদিন নগরীর চাঁদগাও থানায় ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ১৯৯৮ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০০১ সালের ১ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিয়েছেন আদালত।

এ ঘটনায় খালাসপ্রাপ্তরা জামিনে থাকলেও যাবজ্জীবন দণ্ডিত আসামি ইউনুস পলাতক রয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/ডিসেম্বর ০১, ২০১৬)