চীনে কমিউনিস্ট পার্টির অফিসের বাইরে বোমা বিস্ফোরণ
দিরিপোর্ট২৪ ডেস্ক : চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আঞ্চলিক সদর দফতরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানে অবস্থিত কমিউনিস্ট পার্টির আঞ্চলিক সদর দফতরের বাইরে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে স্বল্পমাত্রার বিস্ফোরক দিয়ে তৈরি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এসব বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এছাড়া দুইটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।
পুলিশের অফিশিয়াল পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ এ ঘটনার তদন্ত চালাচ্ছে।’
তবে, কারা এ হামলা চালিয়েছে কিংবা কাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে ওই বিবৃতিতে কোনো ইঙ্গিত দেয়া হয়নি। সূত্র: বিবিসি, এপি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)