পাবনায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
পাবনা প্রতিনিধি : জেলার সদর, আতাইকুলা ও ঈশ্বরদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩টি রিভলবার, ২টি এলজি পাইপগান ও ৪০ রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- আতাইকুলা থানার চর শ্রীপুর গ্রামের ময়েজ খাঁ (৩৬), পাবনা শহরের শালগাড়িয়া এলাকার শিহাব (২৫) ও ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকার সাইফুল ইসলাম ওরফে বকুল (৪৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ময়েজ খাঁকে একটি দেশি রিভলবার, ২টি দেশি এলজি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
অপরদিকে মঙ্গলবার দুপুরে শহরের শালগাড়িয়া গোডাউন পাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও ৩০ রাউন্ড গুলিসহ শিহাবকে আটক করা হয়।
এ ছাড়া মঙ্গলবার ভোররাতে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম ওরফে বকুলকে আটক করে র্যাব।
এ সব আটকের ঘটনায় পাবনা সদর, আতাইকুলা ও ঈশ্বরদী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মেজর এবিএম ফারুকুজ্জামান।
(দ্য রিপোর্ট/এসআর/কেএন/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)