ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার নামে একটি প্রাইভেট ক্লিনিকে নবজাতক ও প্রসূতির মৃত্যুতে প্রশাসন সিলগালা করে দিয়েছে। এ ঘটনায় নার্সসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী মঙ্গলবার সকাল ১১টায় ক্লিনিকটি সিলগালা করে দেন। ক্লিনিকের সহকারী ম্যানেজার ফেরদৌস আলম, দুই নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, ক্লিনিকটির ম্যানেজার শাহিন ডাক্তার সেজে প্রসূতি জবা রাণীর সিজারিয়ান অপারেশন করেন। এরপর সন্ধ্যায় নবজাতক ও প্রসূতির মৃত্যু হয়। জবা রাণী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মদন চন্দ্র রায়ের স্ত্রী।

জবার স্বামী মদন চন্দ্র রায় বলেন, ‘সোমবার দুপুরে ক্লিনিকে জবাকে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্লিনিকের ম্যানেজার শাহিনসহ কয়েকজন নার্স প্রসূতির শরীরে অস্ত্রোপচার করেন। এরপর সন্ধ্যায় নবজাতক ও প্রসূতির মৃত্যু হয়।

সদর থানার ওসি ফিরোজ খান জানান, ঘটনার পর ম্যানেজার পালিয়েছেন। দোষীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/একে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)