দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হওয়া আফিফ হোসেন ঘূর্ণিতেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে  রাজশাহী কিংস। চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়ে এদিন ম্যাচের নায়ক বনে যান ১৭ বছর বয়সি এই অলরাউন্ডার। ব্যাটিং দানব ক্রিস গেইলের উইকেটসহ তিনি একাই তুলে নেম ৫ টি উইকেট। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে এই সাফল্য তুলে নেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ। তবে, বিপিএল অভিষেকে এতটা তিনি প্রতাশা করেননি বলেই জানিয়েছেন ম্যাচ শেষে।

এ প্রসঙ্গে বিপিএল অভিষেক ম্যাচে রেকর্ড করা আফিফ সাংবাদিকদের বলেন, ‘এতটা প্রত্যাশা করিনি। আমার পরিকল্পনা ছিল জায়গামতো বোলিং করা। জায়গায় বল করছি, ভালো বল হয়েছে অনেক। আর উইকেট পেয়েছি।’

দারুণ এক বোল্ড করে ক্যারিবীয় তারকা ব্যাটিংদানব খ্যাত গেইলের উইকেটটি এদিন তুলে নেন আফিফ। তবে, গেইলের বিপক্ষে বোলিং করতে গিয়ে এদিন তিনি নার্ভাস ছিলেন বলেও জানা সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফিফ বলেন, ‘নার্ভাস একটু লাগছিল। চিন্তা করছিলাম গেইলের সামনে বল করছি। তার উইকেট পাওয়ার পর ভালো লেগেছে।’

মূলত ব্যাটসম্যান হিসেবে গুরুত্ব দিয়ে রাজশাহী তাকে দলে টানলেও, বল হাতে আফিফ যেন এদিন অন্যরকম ভাবে আবির্ভূত হন। বল হাতে দেখান দারুণ চমক। বল হাতে এই চমক দেখালেও নিজের অবস্থান কোনভাবেই ভুরতে চাননা বিকেএসপির এ ছাত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যাশা বোলিংয়ে বেশি থাকবে না। আমি মূলত ব্যাটসম্যান। ব্যাটিং আগে, এরপর আমার বোলিং।’

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর ০৩, ২০১৬)