মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দ্য রিপোর্টকে জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রাম থেকে মঙ্গলবার সকাল ১১টায় কুলসুমা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুলসুমা ওই গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতের কোনো এক সময় তিনি বিষপানে আত্মহত্যা করেন।

এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে ওসি জানান।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের কলেজ রোডে সোমবার রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হন সাব্বির আহমদ (২৮)। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

(দ্য রিপোর্ট/টিএফ/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)