কুবিতে চলছে প্রতিবর্তনের নতুন সদস্য সংগ্রহ
কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলছে সর্ববৃহৎ অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তনের’ নতুন সদস্য সংগ্রহ অভিযান। ক্যাম্পাসের কাঁঠাল তলায় ‘প্রতিবর্তন’ মঞ্চ থেকে আগ্রহীরা ৫০ টাকা ফি দিয়ে নতুন সদস্য হবার আবেদন ফরম সংগ্রহ করছেন।
প্রতিবর্তন সূত্রে জানা যায়, এ মাসের ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত ছয় ক্যাটাগরিতে সদস্য হবার আবেদন ফরম বিক্রি করা হচ্ছে। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নতুন সদস্য নির্বাচন করা হবে।
আবেদন করার ছয় ক্যাটাগরির মধ্যে রয়েছে- নাচ, গান, আবৃত্তি, ব্যবস্থাপনা, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র।
‘প্রতিবর্তনের’ আহ্বায়ক অনুপম দাশ বাধন দ্য রিপোর্টকে বলেন, ‘কুবির অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন পরিসরগত দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন। আমরা ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রথম সাংগঠনিক সপ্তাহের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা নতুন সদস্য সংগ্রহ করব। যার মাধ্যমে কুবিতে মুক্ত সাংস্কৃতি চর্চার একটি নতুন ধারার উন্মোচন হবে বলে আমি বিশ্বাস করি।’
গত বছর ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিবর্তন। এরপর থেকে বিভিন্ন দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবর্তন নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে কুবির অবিচ্ছেদ্য অংশ হিসেবে রূপ লাভ করছে।
(দ্য রিপোর্ট/এআর/এফএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)