দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবারের (০৪ ডিসেম্বর) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯.৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এনভয় টেক্সটাইলের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৬.৯ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪০.৫ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ৩৭.৩ টাকা থেকে ৪০.৫ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ৮.৬৬ শতাংশ, আরগন ডেনিমসের ৮.৫৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৬.২৯ শতাংশ, ইনটেক’র ৬.১১ শতাংশ, প্রিমিয়ার লীজিংয়ের ৫.৭৪ শতাংশ, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রোর ৫.৭১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৬ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ০৪, ২০১৬)