মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার পরিষদ চত্বর থেকে সদর উপজেলার ৭০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালটবাক্স ও সীলসহ ভোট প্রদানের সকল সরঞ্জাম প্রতি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবিসহ প্রতিটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এএকে/ইইউ/এমসি/এমএঅর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)