গাজীপুর প্রতিনিধি : গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় রবিবার দুপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ম শ্রেণির দুই ছাত্র নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই ছাত্র আহত হয়েছে।

নিহত ছাত্ররা হলো- কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর এলাকার আনসার আলীর ছেলে নাহিদ হোসেন ও একই উপজেলার একই গ্রামের লক্ষণের ছেলে রতন সাহা।

পুলিশ জানায়, রবিবার দুপুরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শেষে রতন, নাহিদ, গৌরাঙ্গ ও ইমন নামের চার স্কুল ছাত্র অটোরিকশা করে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর হিজলতলী এলাকায় পৌছলে ঢাকাগামী নাইট স্টার পরিবহনের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে ছাত্রদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায়  রতন, নাহিদ,  গৌরাঙ্গ ও ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রতন ও নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত গৌরাঙ্গ ও ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মাসুদুর রহমান জানায়, মৃত রতন ও নাহিদ নামের ওই দুই স্কুল ছাত্রের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এস/এপি/ডিসেম্বর ০৪, ২০১৬)