দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪২ তম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। রবিবার (০৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছে খুলনা টাইটানসের।

এর আগে আসরে টিকে থাকার এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে ঢাকা। দলের পক্ষে ৫৯ রান করছেন লঙ্কান তারকা কুমারা সাঙ্গাকারা। ৪১ বলে ৮ চারের সাহায্যে এই রান করছেন তিনি। এছাড়া ২০ রান করেছেন মোসাদ্দেক হোসেন, ১৯ রান করেছেন নাসির হোসেন।

খুলনার পক্ষে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন জুনায়েদ খাঁন।

চলতি আসরে তাদেরকে টিকে থাকতে হলে এখন জয়ের কোন বিকল্প নেই দলটির সামনে। ১১ ম্যাচে বর্তমানে ৬ জয়ে তাদের পয়েন্ট এখন ১২। এদিকে, দিনের প্রথম ম্যাচে কুমিল্লার জয়ে উপকারভোগী হয়েছে খুলনার মতো সমান পয়েন্ট নিয়ে থাকা রাজশাহী কিংস।

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর ০৪, ২০১৬)