বরিশাল অফিস : পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে ভালো। জঙ্গি তৎপরতা যে কয়টা ছিল তা সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জনগণকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে যারা জঙ্গি তৈরি হয়ে সুইসাইডাল স্কোয়াড হয়ে গিয়েছিল আমরা মনে করি তারা দমন হয়েছে। তাদের শক্তি অমরা ভেঙে দিয়েছি।’

বরিশাল কোতোয়ালি মডেল থানা আকস্মিক পরিদর্শনে এসে রবিবার (০৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি বা ডাকাতি হলো ট্রাডিশনাল ক্রাইম। এটা অতীতে ছিল, আজো আছে। এর পুরোটা রোধ করা সম্ভব নয়। তবে জননিরাপত্তার কথা বিবেচনা করে যাতে এর সংখ্যা না বাড়ে এজন্য কৌশলি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় বলা আছে। নদীর আধিক্য বরিশাল অঞ্চলের জন্য নৌ-পুলিশকে আধুনিকায়নের কাজ চলছে। এটা সম্পন্ন হলে বরিশালে একটা স্বয়ংসম্পন্ন বাহিনী হবে।’

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনসহ অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ডিসেম্বর ০৪, ২০১৬)