দ্য রিপোর্ট ডেস্ক : একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় কুলবিন্দার নামে নর্তকীকে সকলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তার ওপর কুলবিন্দার গর্ভবতী ছিলেন। ঘটনাটি ঘটে ভারতের পঞ্জাব ভাতিন্ডার এলাকায়।

পুলিশ জানাচ্ছে, একটি বিয়ের আসরে নাচতে এসেছিল ওই নাচের দলটি। তারা যখন নাচছিল তখনই এক মত্ত যুবক এসে খুব সামনে থেকে গুলি করে ২২ বছর বয়সী ওই নর্তকীকে। গুলিটি লাগে তার পেটে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মাতাল যুবক নাকি কুলবিন্দারের সঙ্গে নাচতে চেয়েছিলেন। কিন্তু গর্ভবতী ওই নর্তকী তাতে রাজি হননি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটান সেই যুবক। আর তার পরেই দৌড়ে পালিয়ে যান। হত্যাকারী যুবকও ওই ডান্স ট্রুপেরই সদস্য।

গোটা ঘটনাটাই সিসিটিভি’র ফুটেজে ধরা পড়েছে। আততায়ীসহ চার জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ললিতা কুমারমঙ্গলম আততায়ীকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ডিসেম্বর ০৫, ২০১৬)