দ্য রিপোর্ট ডেস্ক : বাহিরে বের হচ্ছেন অথচ ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া লাগাবেন না তা কি হয়। লিপস্টিক হচ্ছে মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাহিরে বের হতে আর কিছু না হোক লিপস্টিক কিন্তু সবাই লাগায়।

ঠোঁট রাঙাতে গিয়ে কিংবা হাত থেকে পড়ে আপনার প্রিয় লিপস্টিকটি কি ভেঙে গেছে? মন খারাপ করার কিছু নেই। নিচের নিয়মগুলো অনুসরণ করে ঝটপট জোড়া লাগিয়ে নিন আপনার প্রিয় লিপস্টিকটি।

প্রথমে হাতে গ্লভস পড়ে লিপস্টিকের ভাঙা অংশটির নিচের দিকটা ম্যাচ কিংবা লাইটারের সাহায্যে গলিয়ে নিন। সবচেয়ে ভালো হয় মোমবাতি দিয়ে গলিয়ে নিলে। তবে, সাবধান পুড়িয়ে ফেলবেন না যেন!

এরপর, গলানো অংশটি মূল লিপস্টিকের ওপর একটু চেপে ধরে সাবধানে লাগিয়ে নিন।

পরে টুথপিকের সাহায্যে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। মনে রাখবেন খুব সাবধানে কাজটি করতে হবে। নইলে আবার লিপস্টিকটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে।

সবশেষে লিপস্টিকটি পুরোপুরি জোড়া লাগানোর জন্য একঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন।

ব্যাস জোড়া লেগে গেলো আপনার প্রিয় লিপস্টিক।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/এফএস/ডিসেম্বর ০৫, ২০১৬)