আইডিএলসি’র বোর্ড সভা শনিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে আর্থিক খাতের আইডিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)