দ্য রিপোর্ট ডেস্ক : এবার পানিতে ভেসেই জিম করা যাবে। তবে এ জন্য অবশ্যই আপনাকে প্যারিসে যেতে হবে। কারণ কিছুদিনের মধ্যেই প্যারিসের নদীতে ভাসবে জিম। এটা শুধু পানিতে ভাসমানই না, সঙ্গে চলমানও।

যে জিম কত গতিবেগ নিয়ে পানির উপর দিয়ে ছুটবে তা নির্ভর করবে আপনি কতটা জোরে পা চালাবেন তার উপর। অর্থাৎ ওয়ার্কআউটের উপর নির্ভর করবে এই জিম বোটের গতি।

খুব তাড়াতাড়ি এই জিম ভাসতে চলেছে প্যারিসের সিন নদীর উপর। কাঁচ দিয়ে ঘেরা চকচকে এই জিমে ৪৫ জন এক সঙ্গে ওয়ার্কআউট করতে পারবেন। প্রত্যেকটা ওয়ার্কআউট মেশিনের সঙ্গে আলাদা এনার্জি প্যানেল লাগানো রয়েছে। ওয়ার্কআউটে মেশিনের চাকা ঘুরে উৎপন্ন শক্তি থেকেই রসদ নিয়ে এগিয়ে চলবে এই জিম।

ইতালির কারলো র‌্যাটি অ্যাসোসিয়েটি নামে এক ব্যক্তি পরিকল্পনাতেই এই ভাসমান জিম বানিয়ে ফেলেছে প্যারিসের একটি সংস্থা। যার দৈর্ঘ্য ৬৫ ফুট। এমনকী রাত পার্টির জন্যও ভাড়া করা যেতে পারে এই জিমটি।

(দ্য রিপোর্ট/এফএস/ডিসেম্বর ০৫, ২০১৬)