‘কানাডায় পদ্মা সেতুর দুর্নীতির বিচার ৭ এপ্রিল শুরু’
দ্য রিপোর্ট প্রতিবেদক : কানাডার আদালতে ৭ এপ্রিল পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে মঙ্গলবার কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে দুবার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সে সব দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে। এ মামলার অন্যতম সাক্ষী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।’
(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)