বরিশালে ফেনসিডিলসহ আটক ১
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল থেকে ছয় বোতল ফেনসিডিলসহ রহমান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা মঙ্গলবার দুপুর ২টায় রহমানকে আটক করে পুলিশে দেয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বরিশাল নগরীর চরকাউয়া ফেরিঘাট থেকে ফেনসিডিল এনে বিক্রি করার সময় স্থানীয়রা রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ফেনসিডিলসহ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রহমানের বাড়ি উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)