তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের আইপিও অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসি’র ৫১০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং ফেস ভ্যালু ১০ টাকা অনুযায়ী পুঁজিবাজারে ৩ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি চলতি মূলধন, মেশিনারিজ ক্রয়, ব্যাংকের মেয়াদী ঋণ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৩.৭৩ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)